ইঞ্জিন বিকল হওয়া এমভি পিংকি বাল্কহেডের ৫ ক্রু জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইঞ্জিন বিকল হয়ে ডুবে যাওয়া পাথরবোঝাই এমভি পিংকি বাল্কহেড থেকে ৫ ক্রুকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড । আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বাল্কহেডটি সকালে কর্ণফুলী নতুন ব্রিজ থেকে পাথর বোঝাই করে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্যে রওনা করে। এরপর বহির্নোঙরে ১নং বয়া থেকে ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণে গমনের পর তাদের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে একটি বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা লাগে।

বাল্কহেডটিতে ৫ জন ক্রুর মধ্যে একজন সমুদ্রে লাফিয়ে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে পতেঙ্গার বিসিজি আউটপোস্ট থেকে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্রু’দের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের লে. আবদুর রউফ বলেন, উদ্ধারকৃতদের কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.