দীঘিনালা উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন যারা

 

মোঃআফজাল হোসেন
দীঘিনালা উপজেলা প্রতিনিধি

 

২১মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ধর্ম জ্যোতি চাকমা মোটরসাইকেল প্রতিক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যানকে হারিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে ২৩ হাজার ৯০৬ ভোট পায়।

 

মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ধর্ম জ্যোতি চাকমা।

 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান কলস প্রতিক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১মে ২০২৪)রাতে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

 

 

উপজেলার ৫টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পুর্ন হয়।
উপজেলার মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ১৯৪ জন।

মন্তব্য করুন

Your email address will not be published.