চরতী  ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা

সৈয়দ আককাস উদদীন 

সাতকানিয়া উপজেলার আওতাধীন চরতী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মে) রাতে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত আংশিক সাতকানিয়া উপজেলার  চরতী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদিত করা হয়।

অনুমোদন করা কমিটিতে সভাপতি হিসেবে রাখা হয়েছে চরতী  ইউনিয়নের তুখোড় ছাত্রনেতা, চরতীর  বর্ষীয়ান আওয়ামী পরিবারের সন্তান মামুনুল ইসলাম খোকা তালুকদার।

আরেক পরিচ্ছন্ন ছাত্রনেতা শাকিব আহমেদকে করা হয়েছে নব কমিটির  সাধারণ সম্পাদক।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির সভাপতি খোকা তালুকদার সাধারণ সম্পাদক শাকিবকে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটির পক্ষে আগামী ২১দিনের ভেতর পূর্নাঙ্গ কমিটি করে জমা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পাশাপাশি শৃংখলা পরিপন্থী কোন কর্মে লিপ্ত প্রমাণ পেলে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন মো: আলী ও মান্নান পরিষদের  সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ।

এদিকে নবনির্বাচিত ইউনিয়ন  কমিটির  সভাপতি খোকা তালুকদার  আর  সাধারণ সম্পাদক শাকিব  প্রতিবেদককে জানিয়েছেন আমরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি আমাদের নেতা আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য  অধ্যাপক ডাক্তার আ ম মিনহাজুর রহমানের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.