মুনীয়া ইস্যু: দেশ রুপান্তর ও সময়ের আলোর সংবাদ সাংবাদিকতাকে হত্যার সামীল

সৈয়দ আককাস উদদীন

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দেশ রুপান্তর আর সময়ের আলোর শিরোনামে মুনীয়াকে যেমন ভাবে উপস্থাপন করা হয়েছে, আমি একজন ছোট্ট সংবাদকর্মী হিসেবে বলব, সেটা পুরো বাংলাদেশের সাংবাদিকতাকে কলংকিত করেছে।

একটি শিল্পগোষ্ঠীর নিয়মিত বিঙাপন নেয়ার জন্য একজন মৃত যুবতীকে যে ভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমি বিস্মিত, জানিনা সাংবাদিকতাকে যারা প্রান হিসেবে বেঁচে নিয়েছে, তাদের প্রানে এই শিরোনাম গুলি কতটা আঘাত হেনেছে।

এই দেশের সাংবাদিকতা কী তাহলে রসাতলে যাবে?

আর এদেশের সাংবাদিকতা কী একটি গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যাবে?

নাকি সময়ের আলো আর দেশ রুপান্তর যারা পড়ে তাদের সচেতন বিবেককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে!

সুস্থ সাংবাদিকতা টিকিয়ে রাখার জন্য কি তাহলেও রাজপথে মিছিল বের করতে হবে?

হৃদয়ের আর্তনাদের বহিঃপ্রকাশে কলম ধরা।
কারো গায়ে লাগলে বলার কিছু নেই, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এই বিষয়ে নিজের মন্তব্যটা তোলে ধরা।

সৈয়দ আককাস উদদীন( সম্পাদক ও প্রকাশক) দৈনিক চট্টগ্রাম সংবাদ

সভাপতিঃসাতকানিয়া সাংবাদিক ফোরাম

মন্তব্য করুন

Your email address will not be published.