মাদক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা থানার মাদকের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ে কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহিদুল্লাহ কায়সার।

বুধবার এ আদেশ দেয়া হয়।

মামলাসূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ ডিসেম্বর মোটরসাইকেলে করে মো. ইব্রাহীম, জাহেদ হোসাইন, মাহমুদুল হক এক লাখ ৪৬ হাজার ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। মামলার বিচারকাজ শেষে তাদের এ সাজা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.