সাতকানিয়ায়-ছাত্রলীগের সভাপতিসহ ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ডের নির্দেশ
উপজেলার ছদাহার মোহাম্মদুল হত্যাকান্ডের ঘটনা
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টায় ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিঠার দোকান এলাকার জাকির স্টোরের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছোট ভাই মোহাম্মদুলকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে আহত হন মেজ ভাই জিয়াবুল হকও (৩৬)। সিএনজিচালিত ট্যাক্সি চালিয়ে জীবিকা চালান জিয়াবুল।
মোহাম্মদুল হকের বাড়ি সাতকানিয়ার ফকিরহাট এলাকার মিঠার দোকান এলাকায়। তিনি মিঠার দোকান এলাকায় স্থানীয় মাওলানা ফিশ ফিড কোম্পানিতে দিনমজুরের কাজ করতেন। ৫ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে তার। মোহাম্মদুল হকের বাবা ছদাহা পূর্ব আজিমপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বদিউল আলম।

আহত অবস্থায় মোহাম্মদুল সাতকানিয়া আশশেফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলেও ভাগ্যক্রমে তার অপর ভাই সিএনজি চালক জেয়াবুল আহত অবস্থায় বেঁচে যায়।
ঘটনায় প্রকৃত আসামীদের সাথে জড়িত সন্দেহে অন্যান্য আসামীদেরও হত্যা মামলায় পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করলেও প্রকৃত আসামীদের খুঁজে বের করার চেষ্টায় ছিলো থানা পুলিশ,এদিকে এই সময় ক্ষেপণের ভেতর পরিবার অনেকটা পুলিশকে ভুল বুঝে চট্টগ্রাম আদালতে এই আলোচিত হত্যাকান্ডের মামলা দায়ের করেন।
পরে শুনানী শেষে আদালত ফৌজদারী মামলাটি হত্যা মামলা হিসেবে সরাসরি এফআইআর করার জন্য নির্দেশ প্রদান করেন।
ছদাহায় মোহাম্মদুলের ওই খুনের মামলার আসামিরা হলেন— সাতকানিয়ার ছদাহা আজিমপুর ৫ নং ওয়ার্ডের মো. সোলেমানের ছেলে মো. সাইফুল (২৪), আজিজুল হক প্রকাশ রাজা মিয়ার ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২৫), ফেরদৌসের ছেলে রায়হান (২২), আনিছুর রহমানের ছেলে তাসিব (২২) ও শফিকুর রহমানের ছেলে নুরুল ইসলাম ২৪), ছোট ঢেমশা ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ মিয়ার ছেলে ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জয় (২৫), একই এলাকার নুরুল আবছারের ছেলে সাকিব (২৪) ও মাহবুবুর রহমানের ছেলে আরফিন সুলতান (২২)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে মামলায় আসামি করা হয়।
তবে স্থানীয়সূত্রে জানা যায়, যে দোকানে হত্যাকান্ড সংঘটিত হয়েছে ওইদিন ঘটনাস্থলে কিংবা সারাদিন ছদাহার ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান জয় ছিলেননা।
তাকে হয়তো পূর্ব বিরোধের কথা-কাটাকাটির জেরে এই মামলায় আসামী করা হয়েছে। মূলত সাতকানিয়া থানার পুলিশ খুনে যারা জড়িত তাদের বিরুদ্ধেই মামলা নিতে চেয়েছিল।