উখিয়ায় আরএসও সদস্যকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) এক সদস্যকে হত্যা করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুর আড়াইটায় উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত যুবক সৈয়দ আমিন (৩৫) ওই ক্যাম্পের এ/৪ ব্লকের আহমেদের ছেলে।

ওসি মো. শামীম হোসেন জানান, দুপুরে হঠাৎ করে কিছু লোক সৈয়দ আমিনকে পিটিয়ে আহত করে। আহত যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক আরএসও সদস্য এবং হামলাকারীরা আরসা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে সোমবার একই ক্যাম্পে ৩ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত রয়েছে ৭ রোহিঙ্গা।

মন্তব্য করুন

Your email address will not be published.