কক্সবাজার সদর থানাধীন পিএমখালীর ধাউনখালি ও কলাতলীর মেরিন ইকো রিসোর্ট থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলো- ধাউনখালির কবির আহাম্মদের ছেলে হুমায়ুন কবির (২৪) ও মধ্যম বাহারছড়ার আবদুস সবুর চৌধুরীর ছেলে কাজী জাফর ছাদেক ওরফে রাজু (৪০)।
গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি মডিফাইড ৩০৩ রাইফেল, ৩টি ফোন এবং এমুনেশন উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গ্রেপ্তাররা এর আগেও অস্ত্র নিয়ে ধরা পড়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।