পটিয়ায় জামিনে এসে বাদী পক্ষকে হুমকি

 

 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আসামীরা জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় ভুক্তভোগী মো. আলমগীর পটিয়া থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বাড়ৈকাড়া নুর মোহাম্মদ চেয়ারম্যানের পুরাতন বাড়ি এলাকার মো. রফিক। তার পুত্র মো. আরফাত, মোঃ আরমান, মো. রায়হান উদ্দিন প্রকাশ মুন্না, মেয়ে জেসমিন আক্তার এবং তার স্ত্রী খতিজা বেগম।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মৌড়শী সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ১০ মে পূর্ব পরিকল্পিতভাবে বাদী, বাদীর স্ত্রী রাবিয়া আকতার ও ছোট ভাই মোঃ এমদাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে গুরতর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন বাদীর আঙ্গুল এর একাংশ ও বাদীর ছোট ভাইয়ের হাতের কব্জির অধিকাংশ কিরিস দিয়ে কেটে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর বাদী একটি মামলা দায়ের করলে আসামীরা জামিনে এসে মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণণাশের হুমকি দিয়ে যাচ্ছে।

 

ভুক্তভোগী আলমগীর জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা করার সুবাধে তার পরিবারকে নিয়ে তিনি কক্সবাজার বসবাস করে আসছেন।  তার পৈতৃক জায়গায় স্থাপনা করতে আসলে এটা বিবাদীদের জায়গা দাবি করে তাদের উপর হামলা চালায়। তিনি আরো জানান, আসামীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানী ও প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এই বিষয়ে তিনি সঠিক বিচার দাবি করে স্থানীয় এমপি ও সংস্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.