চট্টগ্রাম নগরের বাকলিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মুস্তাকিন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৭টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন কর্ণফুলী থানার শিকলবাহার দকুল হাজি বাড়ির নূর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ওই যুবককে ধাক্কা দিয়ে একটি গাড়ি নতুন ব্রিজ এলাকার দিকে চলে যায়।
এসময় মুস্তাকিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় মুস্তাকিন নামের এক তরুণকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ নিয়ে যাবেন।