হাটহাজারীতে বাইকের ধাক্কায় আহত ব্যবসায়ীর ৮ দিন পর মৃত্যু

হাটহাজারীতে মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম (৫৬) ৮ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা গেছেন। গত শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

নুরুল আলম ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া দেয়াংপাড়ার মরহুম জালাল আহমেদের নতুন বাড়ির মৃত ছিদ্দিক আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত নুরুল আলমের চাচাতো ভাই ব্যাংকার মো. ইসহাক।

তিনি জানান, গত ২১ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম -হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক পার হওয়ার সময় হাটহাজারীমুখী একটি দ্রুতগামী মোটরবাইক চারিয়ার একটি কমিউনিটি সেন্টারের সামনে নুরুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় নুরল আলমকে উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। গতকাল শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুল আলম প্রবাসে থেকে আসার পর উক্ত কমিউনিটি সেন্টারের সামনে কুলিং কর্নারের ব্যবসা পরিচালনা করে আসছে। তার এক পুত্র সন্তান রয়েছে বলেও জানা যায়।

শনিবার বেলা ১১ টায় নিজ বাড়ির পাশে চারিয়া মুছার দোকান সংলগ্ন মোহাম্মদীয়া ঈদগাহ্ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.