আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার, জব্দ পিকআপ

আনোয়ারায় পিকআপে তল্লাশি চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মদের মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিকআপচালক আমির হোসেন (২২) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া গ্রামের কামাল হোসেনের পুত্র।

পুলিশ জানায়, গাড়িটি বিদেশি মদের চালানটি নিয়ে উপজেলার গোবাদিয়া এলাকা থেকে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিইউএফএল কলোনি এলাকায় ওই গাড়িটি থামার সংকেত দেওয়া হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও চালককে গ্রেপ্তার এবং গাড়ি থেকে বিদেশি মদের বোতলগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা,বিদেশি কোনো জাহাজ থেকে অবৈধ ভাবে এসব মদ খালাস করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ চালককে গ্রেপ্তার করা হয়। গাড়িটি জব্দ আছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.