চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার এক ঘণ্টা পর আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
সিটি মেয়রের বাসভবনে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি জানান, হামলাকারীরা সিটি মেয়রের বাসভবন লক্ষ করে ইটপাটকেল ছুঁড়েছে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
এর আগে শনিবার দুপুর থেকে নগরের নিউমার্কেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিলটি মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছনোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে এক দল দুবৃর্ত্ত মেয়র গলিতে ঢুকে পড়ে। মিছিল থেকে বের হয়ে একটি অংশ মেয়র রেজাউল করিমের বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়র রেজাউলের বাড়ির নাম ফলক ও প্রবেশগেটটি ভাঙচুর করা হয়