ওয়াসার মোড়ে এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন-ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে চট্টগ্রাম নগরের টাইগারপাসে পুলিশ বক্সে ভাঙচুর করা হয়েছে। এছাড়া ওয়াসা এলাকায় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জিইসি মোড়ে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নগরের নিউমার্কেট মোড়ে দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু সময় পরে মিছিল নিয়ে টাইগারপাসের দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। টাইগারপাস মোড়ে পৌঁছে মিছিলকারীদের একটি অংশ পুলিশ বক্স ভাঙচুর করে। তবে ওই সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না। কর্মসূচি ঘিরেও পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পরে তারা মিছিল নিয়ে লালখান বাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হন। মিছিল নিয়ে যেতে যেতে ফ্লাইওভাবের দেয়ালে, পিলারে, দোকানের সাঁটারে লাল-কালো রঙে নানা স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা। মিছিল থেকে নগরের ওয়াসা মোড়ে পেট্রোল পাম্পের পাশে আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে অফিসটি ব্যবহার করেছিলেন। বর্তমানে তিনি সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, আন্দোলনকারীরা বিনা উস্কানিতে দেওয়ানহাট মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে। ওয়াসায় এমপির কার্যালয়, জিইসি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয়। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেল ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি এতে শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায়। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির নেতাকর্মীদের সভাস্থলে দেখা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.