সনাতনী সম্প্রদায়ের খোঁজ নিতে মাঠে আছেন বিএনপি নেতা জামাল

 

 

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সনাতনী সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জামাল হোসেনের  নেতৃত্বে সাতকানিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন। সবাইকে নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্যে আশ্বস্ত করেন।

এসময় সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.