আ ন ম সেলিম,(পটিয়া) চট্টগ্রাম :
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় হতাহত হয়েছেন তিনজন। এর মধ্যে নিহত হয়েছেন উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা এলাকার শ্রীকান্ত ধরের পুত্র মিঠু ধর (৩২)। আহত হয়েছেন মিঠুর পিতা শ্রীকান্ত ধর ও আলী আজগর। শনিবার (১৭ আগসট) পৌনে চারটার দিকে উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিএনজি উপজেলার শান্তিরহাট হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌছলে হঠাৎ উল্টে যায়।সিএনজিটি কক্সবাজার মূখি পন্যবাহী লরির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মিঠু ধর নিহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবাহী একটি সিএনজি হঠাৎ উল্টে গিয়ে লরির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরো দুইজন আহত হয়৷ সিএনজি ও লরি গাড়ি তাদের হেফাজতে রয়েছে৷