পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :
পটিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জম্ম বার্ষিকী, সাম্প্রতিক বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে শুক্রবার (১৬ অগাস্ট) বিকেলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো: ইদ্রিচ মিয়া। বক্তব্য রাখেন শ্রমিক দলে উপজেলা সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা কলিম উল্লাহ, নুরুল হক মেম্বার, ব্যবসায়ী হাজী মো: সৈয়দ, হাজী দীন মোহাম্মদ, শাহ আলম,আবুল কাশেম, মো; শওকত, এস এম সুমন, মো: শাহজাহান, গিয়াস উদ্দীন, নুরুল আলম মামুন, সেলিম মাস্টার, মো: রফিক, যুবদল নেতা রুবেল প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি আলহাজ ইদ্রিচ মিয়া বিগত দিনে শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে যারা কারাবরন করেছে, গুম ও খুনের শিকার হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন ছাত্র জনতার এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে ধরে রাখতে হবে। কেউ যাতে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে না পারে সেজন্য দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।