নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার ইশমামুল হকের পরিবারের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
১৮ আগষ্ট রবিবার দুপুর ১টায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইশমামুল হকের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে স্বাক্ষাত করেন।
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলই জাতীয় বীর, ছাত্ররাই বাংলাদেশের প্রতিটি দূর্যোগে লড়াকু ভ্যানগার্ডের মত জীবনবাজি রেখে দেশ রক্ষা করেছে।
তিনি আরো বলেন, ছাত্ররা যেভাবে দেশকে পূণরায় স্বাধীন করেছে। সেভাবে রক্ষণাবেক্ষণও তাদের ভূমিকা রাখতে হবে। আন্দোলনে নিহত ও আহতদের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। এদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম আগুনে পুড়ে যাওয়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা ভবন পরিদর্শন করেন।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সি ইশমামুল হক। পরের দিন সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।