এবার প্রকাশ্যে সাতকানিয়া প্রটেকশন র‍্যাকেটের কবলে, ছাঁই হলো পণ্যশালা

 

সৈয়দ আককাস উদদীন 

 

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কেরানীহাটে মোহাম্মদ জুনায়েদ মালিকানাধীন শাহ জব্বারিয়া ম্যাট্রেস হাউসে এই আগুনের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

এ সময় আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলেন জানান সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ চালিয়ে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

অপরদিকে এই আগুনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে আখ্যা দেন দোকান মালিক মো:জোনায়েদ, তিনি বলেন কয়েকদিন আগে আমাকে দোকান ও ব্যবসা বানিজ্য করলে কিছু আর্থিক বিনিময় দিতে হয় বলে একজন অপরিচিত ব্যক্তি ফোন করেন।

যা আমি রেকর্ড করেছি এবং সাতকানিয়া থানাকেও অবহিত করেছি।

 

আমার মনে হচ্ছে এটা সেই চাঁদাবাজি চক্র, যাকে টাকা না দেওয়াতে এই কাজ করেছে।

 

 

এই বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, আমরা এবিষয়ে কাজ করতেছি, তাকে দ্রুত সময়ের ভিতর শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.