বাঁশখালীতে ইসলামী ছাত্রশিবিরের অফিস উদ্বোধন

 

 

 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল ফাহিম কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার সময় বাঁশখালী থানার মধ্যম শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আইয়ুবুল ইসলাম।

 

 

অফিস উদ্বোধন শেষে বাঁশখালী থানা মধ্যম শাখার সভপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইয়ুবুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে জুলুমের অবসান ঘটে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। আমরা এই বিজয়কে ধরে রাখতে চাই। দেশ থেকে বৈষম্য দূর করতে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে যেন কোনো শক্তি নস্যাৎ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রদের কল্যাণের পাশাপাশি ইসলামী সমাজব্যবস্থা বিনির্মানে কাজ করে যাচ্ছে।’

 

 

এ সময় প্রধানবক্তার বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের তরবিয়্যত সেক্রেটারী (প্রশিক্ষণ সম্পাদক) মাষ্টার সোলাইমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়্যদ মর্তুজা আলী, সেক্রেটারী আব্দুল জলিল মানিক, বাঁশখালী দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম মুকুল, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান, সাবেক ছাত্র আনিসুল আজম চৌধুরী, চাম্বল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন আল হাসান প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.