চট্টগ্রামে  ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল হোসেন বাতেনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‌‘গ্রেফতারকৃত ইসমাইল হোসেন বাতেন ফেনীর পরশুরাম উপজেলার আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে থাকেন চান্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.