এতিম শিশুদের পাশে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম

 

লোহাগাড়া প্রতিনিধি

করোনা দুর্যোগের কারণে সংকটময় মুহুর্তে লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদেরকে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

৫ই মে সকালে তিনি মাদ্রাসা পরিদর্শন করে, মাদ্রাসার সকল এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্হিত ছিলেন পূর্ব কলাউজান দারুত তাওহীদ আল ইসলামিয়া হেফজখানা ও এতিমখানার পরিচালক, লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মাওলানা আবদুল জব্বার ফিরোজ সহ মাদ্রাসার শিক্ষকগণ।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, আমাদের থানার সুযোগ্য ওসি স্যারের নেতৃত্বে আমরা লোহাগাড়ার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।এক কতায় সাধারণ মানুষকে পুলিশি সেবা পৌঁছি দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকতে পারলে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করি। করোনাকালীন সময়ে নুন্নতম কষ্ট লাঘবের জন্য আমি আমার সামর্থ্য আনুযায়ী এতিমখানার এই শিক্ষার্থীদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
আমার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে আমি আবারও কোন এতিমখানায় হাজির হব ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

Your email address will not be published.