মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মরহুম জাহাঙ্গীর আলম স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা সংগঠনের সভাপতি ও ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপি’র সাবেক সহ কোষাধ্যক্ষ ও তুলাতলী মহল্লা কমিটির সিনিয়র সহ-সভাপতি এম হাসান আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা কাজী বেলাল উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি, মোঃ তোফাজ্জল হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শায়েস্তা উল্লাহ চৌধুরী , চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান দিদার, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ , মহানগর জাসাসের দপ্তর সম্পাদক ও তুলাতলী মহল্লা কমিটির সভাপতি মহিউদ্দিন জুয়েল, সি ইউনিট বিএনপির সভাপতি মোঃ আবদুল বাতেন, ৪২সং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ফয়েজ আহাম্মদ, পূর্ব নাসিরাবাদ তুলাতলী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাহার।
আরো বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আসিফ চৌধুরী লিমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাবেদ শাফায়াত, পূর্ব নাসিরাবাদ তুলাতলী মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলশী থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ আজম, সি-ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ, পাঁচলাইশ থানা যুবদল নেতা তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা মোঃ আব্দুল হামিদ, শ্রমিক নেতা মোঃ জিয়া, ৪২নং ওয়ার্ড যুবদলের নেতা দুলাল হোসেন, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের আহবায়ক মো: হানিফ, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোঃ দিদার প্রমূখ।
উপস্থিত ছিলেন টুনামেন্ট পরিচালনা উপ কমিটির মোঃ অলি আহমেদ রনি, মোঃ নুরুল ইসলাম, মোঃ ফাহিম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ রুবেল।
প্রধান অতিথি বলেন যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে খেলা-ধুলোর বিকল্প নেই। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে আমাদের সমাজিক অবক্ষয় কমে যাবে বলে আশা প্রকাশ করেন। এসময় তিনি টুনামেন্টে ফাইনাল খেলায় বিজয়ী দল মুসলিম স্মৃতি সংঘকে চ্যাম্পিয়ন ট্রফি এবং বিজিত দল আলোড়ন সংঘকে রানারআপ ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
প্রেস বিজ্ঞপ্তি।