চাঁদাবাজি মামলায় টিকতে না পেরে ভিন্ন কৌশলে হয়রানির অভিযোগ বাদীর বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিবেদক

 

চট্টগ্রামের সাতকানিয়ায় চাঁদাবাজি মামলা করেও তিন যুবককে ফাঁসাতে না পেরে ভিন্ন কৌশলে হয়রানীর অভিযোগ ওঠেছে বাদীর বিরুদ্ধে।

৪জানুয়ারী (শনিবার)সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে মৈশামুড়া এলাকায় গেলে ভুক্তভোগী যুবক একই এলাকার কবির আহমদের ছেলে মঞ্জুরুল ইসলাম(৩৫)হোসেন আহমদের ছেলে আবুল বশর(২৮)এবং মৃত গোলাম কাদেরের ছেলে সামশুল ইসলাম(৫৫)এমন অভিযোগ করেন।

অভিযুক্ত ব্যাক্তি মৈশামুড়া এলাকার মৃত ওবায়দুর রহমানের ছেলে মো: হাফেজ আহমদ।

জানা যায়, মন্জুরুল ইসলামদের বিরুদ্ধে ২৪/৯/২০২০ সালে বেআইনী ভাবে দখল ও মারধর এবং চাঁদাবাজি করার অভিযোগ তোলে হাফেজ আহমদ চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে একটি সিআর মামলা করেন যার নম্বর ৬৬৩/২০২৪(সাতকানিয়া)।

পরে আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম জেলা পিবিআইকে তদন্তের জন্য প্রেরণ করেন।

চট্টগ্রাম জেলা পিবিআই এর সাব-ইন্সপেক্টর শফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন পূর্বক এবং এলাকার স্থানীয়দের সাথে গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করে বাদীর মামলার চাদাঁবাজিসহ বেশ কিছু অপরাধের সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন।

পরে হাফেজ আহমদ আদালতে নারাজি প্রদান করলে বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য সাতকানিয়া থানায় প্রেরণ করা হয় বলে জানান, মঞ্জুরুল ইসলাম।

এদিকে মঞ্জুরুল ইসলাম আরো বলেন,মামলায় কোন রকম ফায়দা করতে না পেরে হাফেহ আহমদ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আমাদের বার বার হুমকিধামকি দিয়ে আসছে,এই হুমকির কারণে আমি বাদী হয়ে গত ৩/১১/২০২৪ তারিখে হাফেজ আহমদ, মহিউদ্দিন, রাজামিয়ার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করি যার নম্বর হলো ৩/১১/২০২৪ তারিখের নিবন্ধন নং ৯৭ এবং ট্রাকিং নং হলো BSK9M।

মূলত তারা আমার বসতভিটা ও খামার সংলগ্ন জায়গায় জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টায় মরিয়া হয়ে এহেন হীন কর্ম চালিয়ে যাচ্ছে।

অথচ!হাফেজ আহমদের বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ এবং মিস -মামলা মিলে আমরা ৩টা মামলা করছি তবুও কোন সূরাহ পাচ্ছিনা।

এদিকে মঞ্জুরুল ইসলাম আরো বলেন,
আমি সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব,হাফেজ আহমদের এমন ষড়যন্ত্র থেকে যাতে আমাদেরকে একটু রক্ষা করেন,আমরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছি।

মন্তব্য করুন

Your email address will not be published.