পটিয়ায় ইজারাদারকে আড়াই লাখ টাকা জরিমানা 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে একজনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি হলেন শ্রীমাই খালের
ইজারাদার এসএম রেজা।

সোমবার রাত ১০ টার দিকে পটিয়া ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) প্লাবন কুমার বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

জানা যায়, দীর্ঘ দিন ধরে প্রশাসনকে ফাঁকি দিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় কৃষি জমি, পাহাড় ও শ্রীমাই খাল থেকে এক শ্রেণির চক্র রাতের আঁধারে মাটি ও বালি লুট করছে। পটিয়ার শ্রীমাই খালের বালু মহাল ইজারা নিয়ে কয়েকটি পয়েন্ট থেকে দীর্ঘদিন  অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস সোমবার রাত ৮টার দিকে শ্রীমাই খালে অভিযান চালায়। এসএম রেজাকে আড়াই লাখ টাকা জরিমানা আদায়ের পর তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পটিয়া ভুমি অফিসের সার্টিফিকেট সহকারী সুদীপ্ত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রীমাই খাল ইজারা নিয়ে নির্দিষ্ট পয়েন্টের বাইরে থেকে বালু উত্তোলন করার কারনে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। ইজারাদারকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরো কঠোরভাবে শাস্তি দেওয়া হবে বলে  সতর্ক করা হয়েছে।

 

 

আ ন ম সেলিম

মন্তব্য করুন

Your email address will not be published.