থানায় ঢুকে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক 

মুন্সীগঞ্জে আটকের পর থানা থেকে মামলার এজাহারভুক্ত আসামি এক যুবদল নেতাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের ভাষ্য, তাকে ছাড়াতে যুবদল নেতাদের চাপ পুলিশ মেনে না নিলে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম তরিকুল। শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা তরিকুল উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর থানায় আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যার দিকে ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গ্রেপ্তারের পর রাতে উপজেলা যুবদল আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস ও সদস্য সচিব মামুনূর রশীদ এবং কর্মীরা শ্রীনগর থানায় ঢুকে আসামি গ্রেপ্তারের কারণে হট্টগোল শুরু করে। এসময় তারা আসামি ছাড়তে চাপ দিতে থাকেন। দীর্ঘক্ষণ হট্টগোল শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীরা ওই আসামিকে ছিনিয়ে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, থানায় হট্টগোলের সময় তিনি বিশৃঙ্খলাকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন। এর ফাঁকে আসামিকে তুলে নিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।

তাৎক্ষণিক আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ আসামি ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এএসপি।

মন্তব্য করুন

Your email address will not be published.