সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পরিচালিত একাধিক ইটভাটায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

ভ্রাম‌্যমান আদালত সূত্র জানায়, অভিযানকালে উপজেলার কেওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকার অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং (N.H.B) এর ভাটার আগুন নিভিয়ে সকল কার্যক্রম বন্ধ করা হয় এবং লাইসেন্স ছাড়া ভবিষ‌্যতে ইটভাটার কোন কার্যক্রম না চালানোর জন‌্য কঠোর হুশিয়ারি দেওয়া হয়।

এছাড়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার গাউছিয়া ব্রিকস ম‌্যানুফ‌্যাকচারিং (G.B.M) এর মালিকপক্ষকে আগামী এক মাসের মধ‌্যে লাইসেন্স এর কাগজপত্র হালনাগাদ করার সময় বেঁধে দিয়ে লাইসেন্স হালনাগাদকরণ ছাড়া ইটভাটার কোন কার্যক্রম না চালানোর জন‌্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

এছাড়াও ভ্রাম‌্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, জনস্বাস্থ‌্য ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব‌্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.