পটিয়ায় মাটি কাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের পটিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন করার অপরাধে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে পটিয়া থানাধীন রশিদাবাদ আব্দুল মোতালেব চৌধুরী জামে মসজিদ সংলগ্ন মালেকশাহ এর জমিতে  অবৈধভাবে মাটি কাটার সময় উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে মাটি কাটার অপরাধে স্থানীয় রশিদাবাদ ৩ নং ওয়ার্ডের মৃত আবু সৈয়দের ছেলে মো. জামাল উদ্দিনকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান মোবাইল কোর্টের মাধ্যমে আটক জামাল উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

পটিয়া থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে জামাল উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.