সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইজ পাড়ায় জবাদর বর বাড়ি থেকে জুলেখা বেগম নামের ১নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
১৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়া থানা পুলিশ উদ্ধার করেন বলে জানা যায়।
এব্যাপারে নিহতের ভাই মোহাম্মদ ছগির আহমদ বাদী হয়ে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
নিহত জুলেখা বেগম হচ্ছে সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইহ পাড়ার জবাদর বর বাড়ির মোহাম্মদ খালেদের স্ত্রী এবং ৮নং ঢেমশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ঢেমশা এলাকার নাছিম মাস্টার বাড়ির নাছির আহমদ ও রাজিয়া বেগমের মেয়ে বলে জানা যায়।নিহত জুলেখা বেগম ৪মেয়ে সন্ততির জননী।
অভিযোগ সূত্রে জানা যায়,
অভিযোগের বাদি ছগির আহমেদ অভিযোগে উল্লেখ করেন আমার ছোট বোন জুলেখা আক্তার (৩২),স্বামী-মোঃ খালেদ,পিতা-নাছির আহমেদ, মাতা-রাজিয়া বেগম,সাং-মাইজপাড়া (জবদার বর বাড়ী),০৪নং ওয়ার্ড,১০নং কেঁওচিয়া ইউপি, থানা- সাতকানিয়া,জেলা-চট্টগ্রামকে বিগত প্রায় ১২ বছর পূর্বে জনৈক খালেদের সাথে পারিবারিকভাবে
বিবাহ দিই। আমার ভগ্নিপতি দুবাই প্রবাসী। ১২ বছর যাবৎ আমার বোন সুখে শান্তিতে সংসার করে আসতেছে। আমার বোনের সংসারে ০৪(চার)টি কন্যা সন্তান আছে।আমার ভগ্নিপতি বর্তমানে দেশে আছে। অদ্য ১৩/০২/২০২৫ইং তারিখ দুপুর অনুঃ ১২.০০ ঘটিকা হইতে দুপুর অনুঃ ০১.৪৫ ঘটিকার মধ্যে যে কোন সময় সবার অজান্তে তার স্বামীর বাড়ী সাতকানিয়া থানাধীন ১০নং কেঁওচিয়া
ইউপির ০৪নং ওয়ার্ডস্থ মাইজপাড়া সাকিনের জবদার বর বাড়ীর জনৈক নুর হোসেন এর বসত ঘরে ভিকটিমের শয়ন কক্ষে ছাদের সাথে নিজের ওড়না দ্বারা গলায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে। এ ঘটনার সংবাদ পাইয়া পুলিশ ঘটনাস্থলে যাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে আমার বোনের লাশ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। আমি অদ্য ১৩/০২/২০২৫ইং তারিখ দুপুর অনুঃ ০২.০০ ঘটিকার সময় মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া আমার বোনকে মৃত. অবস্থায় দেখতে পাই।আমার ধারনা পারিবারিক কলহের জের ধরিয়া শ্বশুরের পরিবারের লোকজনের সাথে অভিমান করিয়া আমার বোন আত্মহত্যা করিয়া থাকতে পারে।
এব্যাপারে জুলেখা বেগমের স্বামী খালেদ ও স্বামী পক্ষের অনেকের সাথে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যাইনি।
এব্যাপারে সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর মং এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষীগণের স্বাক্ষাতে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করি বলে জানান।