নোয়াখালীতে স্কুলশিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণ, কারাগারে ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী
দি ডেইলি ষ্টার

নোয়াখালীর মাইজদীতে স্কুলশিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মাসুদকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয় নবম শ্রেণির স্কুলশিক্ষার্থী। এ ঘটনায় সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পরে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালায়। শনিবার ভোরে তাকে জেলা শহরের হাউসিং এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুলশিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত মাসুদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে শুক্রবার অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.