আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি ক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটির হাতে চুড়ি থাকায় তা প্রাথমিকভাবে নারীর হিসেবে শনাক্ত করা হয়। তবে এটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে গিয়ে ঘাসের ভেতর মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে। তখন আশপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, জায়গাটি নির্জন। সেখানে কোনো চাষ না হওয়ায় ঘাসগুলো বড় বড় হয়ে আছে। ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ধর্ষণের পর হত্যাও হতে পারে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঢকা পোস্টকে বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নারীর দুই হাতে দুইটি  চুড়ি ছিল। পরনের কাপড় নষ্ট হয়ে গেছে। শরীর মাংস পঁচে গেছে। আছে কেবল হাঁড়। বয়স ৫০/৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ঢাকা পোষ্ট

মন্তব্য করুন

Your email address will not be published.