গাজায় গণহত্যার প্রতিবাদে সাতকানিয়া আইনজীবী সমিতির ‘মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ’

 

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের নির্মম বোমা হামলা,নারী শিশুসহ হাজার হাজার মুসলমান হত্যা, ঘরবাড়ি স্কুল কলেজ, হাসপাতাল ধ্বংস ও ইতিহাসের নির্লজ্জ গণহত্যার প্রতিবাদে সাতকানিয়া আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য ০৮/০৪/২৪ইং সকাল ১০.৩০ টায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমিতির সভাপতি এডভোকেট মো: সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি এডভোকেট হাফিজুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মাহমুদুল হক চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট এএম ফয়সাল,সহ-সেক্রেটারি এডভোকেট রাশেদুল ইসলাম, সাবেক সভাপতি এডভোকেট আবদুর রকিব চৌধুরী, সাবেক সেক্রেটারি এডভোকেট মেজবাহ উদ্দিন কচির,সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর বাবুল,এডভোকেট আবুল কাসেম, এডভোকেট হোসাইন মোহাম্মদ এরশাদ,এডভোকেট আবদুল লতিফ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বিপুলসংখ্যক আইনজীবী, মুহুরি,বিচারপ্রার্থী জনসাধারণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.