হাসপাতালে ভিতরে বিয়ে, বাদ্যযন্ত্রের আওয়াজে রোগীদের সীমাহীন যন্ত্রণা

 

আ ন ম সেলিম , পটিয়া (চট্টগ্রাম) :

 

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের কোয়ার্টারে একটি বিয়ের আয়োজনকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল)  রাতে

হাসপাতালের বাউন্ডারির ভিতরে আয়োজন করা হয় বর্ণিল আলোকসজ্জা ও ব্যবহার করা হয়

উচ্চ শব্দে বাদ্যযন্ত্র। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের একটি কোয়ার্টারে বসবাসরত নার্স

সীমলা চক্রবর্তীর  স্বজনের বিয়ে উপলক্ষে এ অনুষ্ঠান হয়। রোগীদের শান্ত পরিবেশে চিকিৎসা নেওয়ার অধিকারকে উপেক্ষা করে হাসপাতালের অভ্যন্তরে এমন অনুষ্ঠান সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, “রোগী নিয়ে হাসপাতালে এসেছি, অথচ মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে আছি। এত শব্দে ছোট বাচ্চা আর বৃদ্ধ রোগীরা বিরক্ত ও কষ্ট পাচ্ছে।”

স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়বের দায়িত্বে গাফিলতির কারণেই হাসপাতালের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের মতে, হাসপাতাল চত্বরে এমন আয়োজন প্রশাসনিক তদারকির অভাবেরই বহিঃপ্রকাশ।

সামাজিক মাধ্যমে এ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ ধরনের আয়োজন নেতিবাচক প্রভাব পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, তিনি কিছুদিন আগে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি পরিবেশ বজায় রাখার শর্তে অনুমতি দিয়েছি। বাদ্যযন্ত্র বাজানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি আমার জানা নাই। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.