চট্টগ্রামস্থ সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন

স্থান পেয়েছে পরিচ্ছন্ন ও ত্যাগী ছাত্রনেতারা

 

 

চট্টগ্রামস্থ সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী স্টুডেন্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছে।

গত ২৪ এপ্রিল চট্টগ্রামস্থ সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী স্টুডেন্ট ফোরামকে শক্তি ও ঐক্যতার ভিত্তিতে সমন্বয় রাখার দৃঢ় প্রত্যয়ে মহসিন কলেজের ছাত্র কাইছার হামিদকে সভাপতি এবং চট্টগ্রাম কলেজের ছাত্র শাহেদুল আলমকে সাধারণ সম্পাদক করে ২৩জন বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিম মোঃ নুরুন্নবী কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন যথাক্রমে গিয়াস উদ্দিন সারজিল(সিনিয়র সহ-সভাপতি), খোরশেদ আলম তুষার(১নং সহ-সভাপতি), ওমর ফারুক (সহ-সভাপতি), এমরানুল হক(সহ-সভাপতি), মোঃ সাজ্জাদ(সহ-সভাপতি), জাবেদ খাঁন(সহ-সভাপতি), সাকিল মাহমুদ(সিনিয়র যুগ্ন সম্পাদক), দিদারুল হক(যুগ্ন সম্পাদক), আবদুর নুর তুষার(যুগ্ন সম্পাদক), তানজিমুল হক তামিম(সাংগঠনিক সম্পাদক), এসএম রিদুয়ান(সহ-সাংগঠনিক সম্পাদক), আতিকুর রহমান আতিক(দপ্তর সম্পাদক যুগ্ন সম্পাদকের পদ মর্যাদা), খোরশেদ আলম(প্রচার ও প্রকাশনা সম্পাদক), শাহেদুর রহমান(ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), মুমিন বিন রহিম(শিক্ষা বিষয়ক সম্পাদক), শাহারার কবির তাশদীদ( আইন বিষয়ক সম্পাদক), নুরুল ইয়াছিন নাবিল( ত্রাণ বিষয়ক সম্পাদক), ইমরুল কায়েস চৌধুরী (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), আবদুল্লাহ আল মাহবুব)আপ্যায়ন বিষয়ক সম্পাদক), মিজবাহ(সদস্য) ও তাসমিদ আহমেদ (সদস্য)।

আগামী ১বছরের জন্য,পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.