পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আদেশ না মানার অভিযোগ পাওয়া গেছে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো. আবদুস ছত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ হারুনকে সভাপতি করে পটিয়া উপজেলার রসিদাবাদ মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে মাদ্রাসা সুপার ও সাবেক কমিটির সদস্যরা এডহক কমিটিকে দায়িত্ব পালনে বাঁধা দিচ্ছেন বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়। এসময় সভাপতি মোহাম্মদ হারুন বলেন, শিক্ষা বোর্ডের আদেশ পত্রটির কপি মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হককে কয়েকদিন আগে জমা দিয়ে নিয়ম মোতাবেক কমিটির মিটিং ডাকার অনুরোধ করা হয়। কিন্তু তিনি তা না করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মোহাম্মদ হারুন আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মাদ্রাসাটিকে সাবেক কমিটির সদস্যরা জিম্মি করে রেখেছিলেন। তাদের সমস্ত কুকর্মের অংশীদার ছিলেন মাদ্রাসা সুপার মৌলানা মোজাম্মেল হক। মাদ্রাসার নানা অনিয়ম-দূণীতির তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাকে দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করছে। মাদ্রাসা বোর্ডের আদেশ অমান্য করা অনুমোদিত এডহক কমিটিকে সহযোগিতা না করায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ক্ষতিসাধন হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
রবিবার মাদ্রাসার অভিভাবক ও সচেতন এলাকাবাসীর ব্যানারে পটিয়া সদরে
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অভিভাবক সদস্য মো: মহিউদ্দীন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুদ্দীন আহমদ, সদস্য মাহবুবুর রহমান, শোভনদন্ডী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুন্সি মিয়া টিপু, মো: মামুন ও সাবেক ছাত্রদল নেতা মাঈনুদ্দীন হাসান তুষার।
এব্যাপারে যোগাযোগ করা হলে মাদ্রাসার সুপার জানান, আমার পারিবারিক অসুবিধার কারণে ঠিক সময়ে তিনি এডহক কমিটির সভা আহবান করতে পারিনি। যা আমি সবাইকে জানিয়েছি।