বিএনপিকে উদ্দেশ্য করে বড়সড় হুমকি দিলেন: বাকের

বিএনপিপন্থী সব ভিসি-প্রক্টরকে পদত্যাগ করতে হবে

 অনলাইন ডেস্ক

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত বিএনপিপন্থী ভিসি, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগসহ তিনটি দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন তিনি।

আবু বাকের মজুমদার তার পোস্টে বলেন, ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল ভিসার আশ্বাস মালয়েশিয়ার

 

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম তার বন্ধু ওয়াহিদউদ্দিন মাহমুদের মাধ্যমে যেসব উপাচার্য, প্রক্টর ও প্রশাসনিক কর্মকর্তা মনোনীত করেছেন, তাদের ঈদুল আজহার আগেই পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলন ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.