সৈয়দ আককাস উদদীন
মোহাম্মদ ইকবাল হোসেন: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত সাতকানিয়ায় শুরু হয়েছে ভূমি মেলা । রবিবার (২৫ মে ) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড্ডয়ন এবং আনুষ্ঠানিক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভূমি মেলা – ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয় ।
ভূমি মেলা আগামী ২৭ ই মে ২০২৫ পর্যন্ত চলবে। সাতকানিয়া উপজেলা ভূমি অফিসসহ স্থানীয় ৫ টি ইউনিয়ন ভূমি অফিসমূহে এই কর্মসূচি চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুদীপ্ত রেজা। এ সময় সাতকানিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিত্তম সরকার, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আইসিটি অফিসার আনোয়ার হোসেন, কানুনগো বাচ্চু মনি চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, ভূমি সেবা প্রত্যাশী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ভূমি অফিসের আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক আড্ডা, গণশুনানি ও ডকুমেন্টারি প্রচারসহ সেবা প্রার্থীদের সহযোগিতার জন্য ভূমি সেবা স্টল স্থাপন করা হয়েছে। এবারের ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়ে সর্বোচ্চ গুরত্বারোপ করা হয়েছে।