ইউনুস সরকারের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু  হবেনা বলে আনুষ্ঠানিক সংশয় প্রকাশ করেছেন :আমির খসরু

নিজস্ব প্রতিবেদক 

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ জুন) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগস্থ নিজস্ব বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের মতামত দিলেও পক্ষপাতদুষ্টুভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পাঁয়তারা চলছে। এটা গণতন্ত্র পরিবেশের জন্য গভীর সংকট তৈরি করবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিচারকাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। কিন্তু কেনো নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.