ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে নিরলস কাজ করে যেতে হবে- আলহাজ্ব শাহজাহান চৌধুরী

 

 

নিজস্ব প্রতিবেদক 

মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন, ন্যাস ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতা কর্মীদরের নিঃস্বার্থ ও নিরলস কাজ করে যেতে হবে। আগমীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌছে দিতে হবে।

 

শুক্রবার বাংলাদেশ  জামায়াতে ইসলামী পুটিবিলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আমীর নাজিম উদ্দীন এর সভাপতিত্বে সেক্রেটরী আইয়ুব সাবেরী এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী আমীর অধ্যাপক জালাল আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইবরাহীম রনি, উপজেলা শূরা সদস্য কাজী নুরুল আলম, ইউনিয়ন দায়িত্বশীল, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.