ডিবি পরিচয়ে আ. লীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক ৪

 নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (১৩ জুলাই) ভোররাতের দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকা ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।

 

তিনি বলেন, ‘গতকাল শনিবার (১২ জুলাই) রাতে আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে তার সিএনজি পাম্প থেকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।

পরে তার পিতার কাছে মোটা অংকের টাকা দাবি করেন তারা।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি জানার পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারের জন্য কাজ করে। পরে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই সময় চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.