চাঁদপুরের হাজীগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

চাঁদপুর প্রতিনিধি 

সরকার ঘোষিত লকডাইনের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয় সরকার তার তদারকি করতে মাঠে নামে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক না পরার অপরাধে ক্রেতা বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

১১ মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ।

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান,ইট ভাটা ও পথচারিদের মাঝে পরিচালিত হয় ভ্রম্যমান আদালত। এ সময় অনেক ক্রেতা বিক্রেতা কে মাস্ক ছাড়া ক্রয় বিক্রয় করতে দেখা যায়। এদের সবাইকে এ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে ৫ টি মামলায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন (১) সঙ্গীয় ফোর্স এবং উপজেলার সিএ ফয়সাল মুন্সি ও অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দু।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন- করোনা মহামারি সংক্রমন রোধে সরকারী নির্দেশ বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য করুন

Your email address will not be published.