দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় উপজাতি বালকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
১১ মে (বুধবার) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের দূর্ঘম ছনখোলা পাড়া (উত্তর), ছনখোলা পাড়া (দক্ষিণ) ও দর্শাপাড়া গ্রামের উপজাতি বালকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বরাদম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন, আমরা পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে প্রতিনিয়ত নানা সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখছি৷বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ক্রমান্বয়ে ভলিবল, নেট, ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প প্রদান করা হয়েছে।