দীঘিনালায় সেনা জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ

 

দীঘিনালা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় উপজাতি বালকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

১১ মে (বুধবার) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের দূর্ঘম ছনখোলা পাড়া (উত্তর), ছনখোলা পাড়া (দক্ষিণ) ও দর্শাপাড়া গ্রামের উপজাতি বালকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বরাদম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে প্রতিনিয়ত নানা সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি এলাকার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখছি৷বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ক্রমান্বয়ে ভলিবল, নেট, ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.