পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় আদালত কর্তৃক সমন জারি হওয়ায় বাদীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় হিলচিয়া গ্রামে বাদী রবিউল ইসলামের (৩৭) উপর হামলার এই ঘটনা ঘটে। হামলায় আহত রবিউল ইসলাম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের মৃত ওমর মিয়ার ছেলে।
জানা যায়, ২০২৩ সালে হাতিয়ারঘোনা হিলচিয়া কাজীর জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গুলাগুলির ঘটনা ঘটে। ঐ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নং ৪২৯/২৩ দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আগামী ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের প্রতি সমন জারি করেন।
আহত রবিউল ইসলাম জানান, গত কয়েক দিন আগে আমার করা একটি মামলায় আদালত আসামিদের নিকট সমন জারি করেন। আদালতের সমন পেয়ে হাফেজ আহমদ (৪০),আবদুল মোনাফ (৫৫), মনসুর(১৯),রাকিব(২০) ফয়সাল(১৯) সহ ৭-৮ জন আমার উপর অতর্কিত হামলা করে আহত করে।