কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেফতার

কক্সবাজার পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক পৌর কাউন্সিলর (সংরক্ষিত) শাহেনা আকতার পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের দল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেত্রী শাহেনা আকতার পাখি কক্সবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার এজহারভুক্ত আসামী। তাই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে বাসায় অবস্থান খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশের দল বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

Your email address will not be published.