পটিয়া পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার, মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- 

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্য, দুই মাদক কারবারি এবং জিআর ও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোলাইমদও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, ২৯ জুলাই রাত ৮টা ৫০ মিনিটে পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রিন্স আলমের বাড়ি থেকে মো. জানে আলম (৪৮) নামে এক মাদক কারবারিকে ৮০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।

একই রাত ৯টা ২০ মিনিটে পটিয়া থানা পুলিশ এবং পটিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে কচুয়াই ইউনিয়নের ওলিরহাট বাজার এলাকা থেকে মো. নয়ন (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ২২.৫ লিটার চোলাইমদসহ আটক করা হয়।

এছাড়া ৩০ জুলাই ভোরে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া এলাকায় লবণ মিলের পাশে রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য মো. ইমরান মনির (৩৭) ও মো. ইব্রাহিম শিবলু (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ছোট ছুরি, একটি বড় দা, একটি বড় ছুরি এবং একটি কাটার উদ্ধার করা হয়।

এছাড়া এসআই (নি.) শফিক উল্লাহ, এসআই (নি.) আনবিক চাকমা, এসআই (নি.) ইভা সাহা ও এএসআই (নি.) জাফর আহম্মেদের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুইটি জিআর ও দুইটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.