বাড়ির ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ এর বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর পুত্র মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের পুত্র মো. তারেক (২০)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পটিয়া ফায়ার স্টেশনের ফায়ার অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে ২ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, পুলিশের একটি টিম

ঘটনাস্থলে গিয়েছে । মরদেহ উদ্ধার করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.