মীরসরাইয়ে একদিনের ব্যবধানে শিশু ও তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ২

কমল পাটোয়ারি,মীরসরাই চট্টগ্রাম প্রতিনিধি:

মীরসরাইয়ে একদিনের ব্যবধানে দুটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলোর দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে সিএনজি চালক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় আজিজ নামে একজন পলাতক রয়েছেন। অভিযুক্তরা মামাতো ফুফাতো ভাই। জানা গেছে, রবি সিম বিক্রেতা ঐ নারী সিম বিক্রি শেষে সিএনজি যোগে ফেরার পথে ভিকটিমকে খালের পাশে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
অপরদিকে শুক্রবার (২৯ আগস্ট) রাতে ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘরে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে নিশান দাস (১৫) কে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “শিশু ও তরুণী ধর্ষণের দুটি মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.