পটিয়ায় ২৪ ঘণ্টায় ৩ আত্মহত্যা

 

 

আ ন ম সেলিম, পটিয়া(চট্টগ্রাম) : 

চট্টগ্রামের পটিয়ায় পৃথক ঘটনায় ২৪ ঘন্টায় দুই প্রবাসীর স্ত্রীসহ এক হাইস্কুলের  দপ্তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদের মধ্যে ১ জন চরকানাই হাই স্কুলের দপ্তরী ও ২ জন প্রবাসীর স্ত্রী। প্রতিটি ঘটনার পিছনে পারিবারিক কলহ বিদ্যমান রয়েছে।

২৯ আগস্ট (শুক্রবার) বিকেল ৩টার দিকে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার  প্রবাসী ফয়সাল তানভীর অমির স্ত্রী সাদিয়া আক্তার (২২) নামে একজন আআত্মহত্যা করেন। তার ১১ মাসের একজন কন্যা সন্তান আছে। সাংসারিক নানা বিষয় নিয়ে শ্বশুর শ্বাশুড়ীর সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো বলে জানিয়েছেন নিহতের ভাই ফারুক আহমদ। এই ঘটনায় পুলিশ শশুর শ্বাশুড়ী ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

একইদিন রাত ১২টার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মো: নেজাম উদ্দীন (৩০) নামে একজন আত্মহত্যা করেন। সে চরকানাই হাই স্কুলের দপ্তরী এবং চরকানাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। নিহতের ভাই আজম উদ্দিন জানান,পারিবারিক কলহের জেরে আমার মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার আমার বড় ভাইয়ের বউকে কারাগারে পাঠায় আদালত। বয়স কম হওয়ায় আড়াই বছর বয়সী আমার ভাতিজাকেও মায়ের সাথে দেওয়া হয়। এই অপমানে আমার বড় ভাই নিজাম আত্মহত্যা করে।

শনিবার বিকেল ৩ টার দিকে স্বামীকে ভিডিও কলে রেখে খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী পারিবারিক কলহের জেরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলাবস্থায়  স্ত্রী আত্মহত্যা করেছে। প্রবাসী গিয়াস উদ্দিন সাইফুর দ্বিতীয় স্ত্রী খুশি। ধারনা করা হচ্ছে প্রথম স্ত্রীর সন্তানরা ঘরে আসার কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.