আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় পৃথক ঘটনায় শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ৭ টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড ঈশ্বরখাইন গ্রামের নিজ বসত বাড়ির পুকুরে মৃত দানু মিয়ার ছেলে কাজী জাফর আহমেদের (৬৫) ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পানি থেকে তার লাশ উদ্ধার করে।
অপর দিকে, দুপুর ১২ টায় কাগজি পাড়া এলাকায়
হাবিবা ইসলাম (৭) নামের এক শিশু উঠানে খেলাধুলা করার সময় ইটের উপর থাকা অটো রিকশা গায়ের উপর পড়ে নিহত হয়। সে বোয়ালখালি উপজেলার মো: রহিমের মেয়ে। সে কাগজিপাড়া খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
অন্য দিকে,দুপুর দেড়টার দিকে রোভার স্কাউটের একটি টিম চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া কলেজে যাওয়ার পথে পটিয়া ফুলকলি ফেক্টরির সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকাবস্থায় দেখতে পায়। পরে তারা ঐ ব্যক্তিকে পটিয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান জানান, ধলঘাট ও ফুলকলি ফেক্টরির সামনের বিষয়ে অবগত হয়েছি। কাগজি পাড়ার ঘটনার বিষয়ে এখনো অবগত হয়নি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।