পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এর সার্বিক তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমানের নেতৃত্বে রবিবার রাত আনুমানিক
২২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিন জিরি বাহারপাড়া মোঃ ইব্রাহিম এর দোকানে অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। এরা হল, মোঃ সাজ্জাদ(২০), পিতা-মোঃ ইব্রাহিম,আঃ আজিজ(৪২), পিতা- আবু সৈয়দ, মোঃ আনিছ(২৮), পিতা-ওবায়দুল হক, মোঃ ফরিদ(৪২), পিতা-মৃত কবির আহম্মদ, মোঃ জোবায়রুল ইসলাম(৩২), পিতা-মোঃ সৈয়দ হোসেন, মোঃ কামাল উদ্দিন(২৬), পিতা-মোঃ আঃ হাকিম, মোঃ আব্দুল হামিদ(২৭), পিতা-মোঃ আবু তাহের। এসময় এসআই মোঃ আব্দুল হান্নান,এসআই অনিক ভক্ত সঙ্গীয় অফিসার হিসেবে ছিলেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।